Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:৩০
ভূমধ্যসাগরে তিন শতাধিক অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগরে তিন শতাধিক অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরের গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে ভাসমান নৌযান থেকে তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালি ও গ্রিসের কোস্টগার্ড তাদের উদ্ধার করে বলে গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

এ ঘটনায় তিন অভিবাসীর প্রাণহানি হয়েছে বলেও খবরে জানানো হয়। কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ভূমধ্যসাগরে এক অভিযান চালিয়ে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। অভিযানে চারটি জাহাজের পাশাপাশি একাধিক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।

গ্রিসের ক্রিট দ্বীপ থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। অনাহারে-অর্ধাহারে যাদের বেশির ভাগের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। এএফপি।

up-arrow