Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:৩০
যুক্তরাষ্ট্রে জঙ্গি বিমান বিধ্বস্ত নিহত ১

যুক্তরাষ্ট্রে সামরিক বিমানের মহড়ার সময় দুটি ফাইটার  জেট পৃথক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার কলরাডোয় এয়ারফোর্স একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেওয়ার পরপরই আকাশে কসরৎ দেখাতে গিয়ে প্রথম বিমানটি বিধ্বস্ত হয়।

আর দ্বিতীয় বিমানটি টেনেসির স্মিরনায় বিধ্বস্ত হয়।   নেভির ব্লু অ্যাঞ্জেলস স্কোয়াড্রনের পাইলট এফ/এ-১৮ বিমানটি চালাচ্ছিলেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ন্যাসভিলের  থেকে ২৪ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির পাইলটও মারা  গেছেন।

মার্কিন নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু অ্যাঞ্জেলস সদস্যরা আকাশে সাপ্তাহিক বিমান কসরতের চর্চা করছিলেন। যে বিমানবন্দর থেকে বিমানগুলো উড়াল দিয়ে থাকে সেই বিমানবন্দরের ২ মাইল দূরে দ্বিতীয় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে। এএফপি।

up-arrow