Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:৩১
অন্য খবর
৯৬ বছরে গ্র্যাজুয়েট

ইচ্ছা আর আকাঙ্ক্ষা থাকলে যে কোনো কিছুতেই দমানো যায় না, তার প্রমাণ দিয়েছেন জাপানের শিগেমি হিরাতা। ৯৬ বছর বয়সে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নাম উঠিয়েছেন গিনিজ বুকে। ১৯১৯ সালের ১  সেপ্টেম্বরে জন্ম নেওয়া এই ব্যক্তি ৮৫ বছর বয়সে ২০০৫ সালে দেশটির কিয়েতো বিশ্ববিদ্যালয়ের কলা ও সিরামিক বিভাগে ভর্তি হন।

টানা ১১ বছর পড়াশোনা শেষে গত ১৯ মার্চ অর্জন করেন স্নাতক ডিগ্রি গিনিজ বুকে নাম লেখানোর অনুভূতি জানাতে গতকাল তাকামাসু শহরে এক সংবাদ সম্মেলনে হাজির হন হিরাতা। তিনি বলেন, সত্যিই অসাধারণ লাগছে। কখনো ভাবিনি এ দিন আমার জীবনে আসবে। ছোটবেলায় নানা সমস্যার  বেড়াজালে পড়াশোনা বেশিদূর এগিয়ে নিতে পারিনি। তবে এই বয়সে এসে পড়াশোনার ইচ্ছেটা আরও বেশি জেগে উঠে। শিক্ষা সত্যিই এক মজার বিষয়। নিজের আগ্রহ আর মনের জোর থাকলে তা  যে কোনো বয়সে অর্জন করা যায়, বলেন হিরাতা। এ বয়সে কেন এই শিক্ষা? এমন প্রশ্নের উত্তরে শিগেমি হিরাতা বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন দারিদ্র্য ছিল। অঙ্কুরে পড়াশোনা ঝরে যায়। জুনিয়র স্কুল থেকে হাইস্কুলে যেতে পেরেছিলাম পার্টটাইম কাজ করার ফলে। সংসারের দায়িত্ব আসার পর তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ছেলে- মেয়েদের উচ্চ পড়াশোনা করিয়েছি। কিন্তু নিজের  যোগ্যতা বেশি দূর না হওয়ায়, একদিন মনে জেদ  চেপে গিয়েছিল। পণ করেছিলাম, মৃত্যুর আগে গ্র্যাজুয়েট হবোই হবো।

এই পাতার আরো খবর
up-arrow