সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা

মার্কিন-চীন বাকযুদ্ধ

দক্ষিণ চীন সাগর নিয়ে ফের বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দক্ষিণ চীন সাগরে নতুন কোনো স্থাপনা গড়ে তুললে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে সম্প্রতি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সিঙ্গাপুর সফররত চীনা নৌপ্রধান অ্যাডমিরাল সান জিয়াংগুয়ো পাল্টা হুশিয়ারি দিলেন পেন্টাগনকে। বললেন, চীন কোনো দেশকে ভয় পায় না। জলসীমানা দখল নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের যে বিরোধ, তাতে অন্য কোনো দেশ নাক গলালে ফল খুব খারাপ হবে। দক্ষিণ চীন সাগরের যে অংশকে ফিলিপাইন নিজেদের জলসীমানা বলে দাবি করছে, সেখানে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীন। ওই দ্বীপ চীন নিজে থেকে ছেড়ে না দিলে আমেরিকাই পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। তার প্রতিক্রিয়ায় চীনা নৌবাহিনী প্রধান বলেছেন, ‘চীন কারও জন্য সমস্যা তৈরি করে না। কিন্তু চীন সমস্যাকে ভয়ও পায় না।’ ফিলিপাইন এবং চীনের মধ্যে যে বিরোধ, তা আন্তর্জাতিক  ট্রাইব্যুনাল পর্যন্ত গড়িয়েছে। ট্রাইব্যুনাল যে রায় দেবে, তা চীনকে মানতেই হবে বলে হুশিয়ারি দিয়েছে আমেরিকা। সিঙ্গাপুরে ভাষণ দিতে গিয়ে গতকাল সেই প্রসঙ্গ টেনে আনেন অ্যাডমিরাল জিয়াংগুয়ো। তিনি জানান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রুলিং মেনে নেওয়ার চীনের ওপর চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো রুলিংকেই চীন মান্যতা দেবে না। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের তরফে এমন কঠোর বার্তা সংঘাতেরই ইঙ্গিত। এদিকে  চলমান বাকযুদ্ধে গতকাল যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) স্থাপনের বিরুদ্ধে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এএফপি।

সর্বশেষ খবর