Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৫ জুন, ২০১৬ ২৩:৫০
না ফেরার দেশে মিস্টার ইউনিভার্স
কলকাতা প্রতিনিধি
না ফেরার দেশে মিস্টার ইউনিভার্স

চলে গেলেন ভারতের সাবেক মিস্টার ইউনিভার্স এবং এশিয়ান গেমসে তিনবারের বডি বিল্ডিং চ্যাম্পিয়ন মনোহর আইচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। পারিবারিক সূত্রে খবর গতকাল দুপুরে কলকাতার বাগুইআটিতে নিজের বাসায় মারা যান তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধ্যকজনিত কারণে ভুগছিলেন তিনি। দুই ছেলে, এক মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। ১৯১৩ সালের ১৭ মার্চ বাংলাদেশের কুমিল্লা জেলার সমিত গ্রামে এই বিশ্বশ্রী জন্মগ্রহণ করেন।
up-arrow