বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ইইউতে থাকতে চান যুক্তরাজ্যের নাগরিকরা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) থাকার পক্ষে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিকরা সমর্থন ব্যক্ত করেছেন। তবে বিরোধী ‘ব্রেক্সিট’ সমর্থনকারীদের সঙ্গে তাদের ব্যবধান খুব কম। গতকাল দেশটির দুটি সংবাদপত্র আলাদা করে তাদের ফলাফল প্রকাশ করে। সেই ফলাফলে এ চিত্র দেখা গেছে। দুটি জরিপের ফলাফলেই ইইউভুক্ত থাকার পক্ষে এক শতাংশ বেশি ব্রিটিশ সমর্থন করেছে। অনলাইনের মাধ্যমে করা ইউগভ-এর জরিপের ফলাফল দ্য টাইমস সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং ওআরবির টেলিফোন জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফে। এর আগে সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে ব্রেক্সিটপন্থিরা এগিয়ে আছেন বলে দেখা যায়। যুক্তরাজ্য ইইউর অংশ হয়ে থাকবে কিনা তা ২৩ জুনের এক গণভোটে নির্ধারিত হবে।

সর্বশেষ খবর