শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ভারতকে এনএসজিভুক্ত করতে যুক্তরাষ্ট্রের জোর তৎপরতা

মোদি-ওবামা বৈঠকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা

কলকাতা প্রতিনিধি

পুরোটা না পারলেও, অনেকটা পারলেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সপ্তম বৈঠকের শেষে বুঝিয়ে দিলেন, আরও কাছাকাছি এসেছে ভারত-আমেরিকা। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সমর্থন করার জন্য ওবামাকে ধন্যবাদও জানালেন। ওবামাও বুঝিয়ে দিলেন, ভারতকে সঙ্গে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর আমেরিকা। ওভাল অফিস অর্থাৎ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব অফিসে গতকাল বারাক ওবামা এবং নরেন্দ্র মোদির এই বৈঠক হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তবে বৈঠক শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায়, ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর (এমটিসিআর) সদস্য হচ্ছে। আর বৈঠকে ভারতকে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি-র সদস্যপদ পাইয়ে দিতে যুক্তরাষ্ট্র কীভাবে চেষ্টা করছে তাও জানান ওবামা। এনএসজি-র সব সদস্য  দেশকে চিঠি লিখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি ভারতের বিরোধিতা না করার আবেদন জানিয়েছেন, ওবামা তা  মোদিকে জানান। মোদি-ওবামার এ দিনের বৈঠকে বিশ্ব উষ্ণায়ন নিয়েও আলোচনা হয়েছে। প্যারিস চুক্তি অনুসারে ভারত কীভাবে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাবে, সে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করেছেন। বড় সিদ্ধান্ত হয়েছে ভারত-মার্কিন পরমাণু সমঝোতা নিয়েও।

সর্বশেষ খবর