শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

ইথিওপিয়ার ৬০ সেনা হত্যার দাবি আল শাবাবের

ইথিওপিয়ার ৬০ সেনা হত্যার দাবি আল শাবাবের

সোমালিয়ার কেন্দ্রীয় অঞ্চলে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইথিওপিয়ার ৬০ সেনাকে হত্যার দাবি করেছে সোমালি জঙ্গিগোষ্ঠী আল শাবাব। এইউ মিশন (অ্যামিসম) এ হামলার কথা নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি অস্বীকার করেছে। আল শাবাবের বিদ্রোহীদের কাছ থেকে দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সোমালি সরকারকে সহায়তা করছে অ্যামিসম। ধারাবাহিক কয়েকটি টুইটে অ্যামিসম জানিয়েছে, তাদের সেনারা সোমালি সেনাবাহিনীর সেনাদের সহযোগিতায় ‘হামলাকারীদের হটিয়ে দিয়েছে।’ ‘যৌথ বাহিনীর ধাওয়ার মুখে হামলাকারীরা পালানোর চেষ্টা করছে।’ সোমালিয়ায় অ্যামিসমের ২২ হাজার সেনার একটি শক্তিশালী বাহিনী মোতায়েন আছে। আফ্রিকার পাঁচটি দেশের সেনাদের নিয়ে বাহিনীটি গঠিত যাদের মধ্যে ইথিওপিয়া অন্যতম। এই প্রথম সোমালিয়ায় ইথিওপিয়ার পরিচালিত অ্যামিসমের একটি ঘাঁটি আক্রান্ত হলো। বিবিসি।

সর্বশেষ খবর