শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

আম খেয়ে ক্ষুধা মেটাচ্ছেন ভেনেজুয়েলাবাসী

চরম খাদ্য সংকটে পড়া ভেনেজুয়েলাবাসী মৌসুমি ফল বিশেষ করে আম খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য পড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে  ভেনেজুয়েলার অর্থনীতি চরম সংকটে পড়েছে। সুপার মার্কেটগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কয়েকগুণ  বেশি দামে সেখানে খাবারসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে। সংকটের কারণে নিত্যপণ্য এখন অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে দক্ষিণ আমেরিকার  দেশটির লোকজন আম, নারিকেল ও পেয়ারার মতো মৌসুমি ফল খেয়ে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। খাবারের দাবিতে গত সপ্তাহে সেখানে নারীরা বিক্ষোভ করেছেন। ৫৮ বছর বয়সী গৃহিণী আইরিশ গার্সিয়া বলেন, এখন আমরা আর কিছুই ফেলি না, এমনকি আমের খোসাও না। জঙ্গলে  ঘেরা রাজ্য বলিভারের বাসিন্দা আদরিয়ান ভেগা বলেন, গত দুই দিন ধরে আমরা শুধু আম খেয়েছি। বিবিসি।

সর্বশেষ খবর