শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

দারিদ্র্য নিরসনে এক লাখ মুরগি বিলাবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দরিদ্র মানুষের সাহায্যে তিনি এক লাখ মুরগি দান করতে চান। তিনি মনে করছেন, মুরগি প্রতিপালন করে দরিদ্র পরিবারগুলোর ভাগ্য পরিবর্তন ঘটাতে পারবে এবং পরিবারে নারীদের অবস্থান আরও দৃঢ় হবে।

বিশ্বের অন্যতম ধনী গেটস বলছেন, বিনিয়োগ হিসেবে মুরগি খুবই ভালো, কারণ তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে। তিনি পশ্চিম আফ্রিকার দেশগুলিতে দরিদ্র পরিবারে মুরগি প্রতিপালনের হার ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ এ বাড়াতে চাইছেন। বিল গেটসের গবেষণা বলছে, বছরের গোড়াতে একটি পরিবার ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করে বছরের শেষে প্রায় ১০০০ ডলার পরিমাণ অর্থ আয় করতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর