শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

‘ইইউ ত্যাগে ভেঙে পড়তে পারে যুক্তরাজ্য’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে ভোটে যুক্তরাজ্যের ‘ঐক্য ভেঙে পড়তে পারে’ বলে সতর্ক করেছেন সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার জন মেজর এবং টনি ব্লেয়ার। উত্তর আয়ারল্যান্ডে একসঙ্গে প্রচার চালানোর সময় তারা বলেন, ভোটাররা ইইউ ত্যাগের পক্ষে ভোট দিলে এতে করে স্কটল্যান্ডের স্বাধীনতার ইস্যুটি আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ঝুঁকিতে পড়তে পারে উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যতও। এতে করে বর্তমান স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি হবে। তবে উত্তর আয়ারল্যান্ড অবশ্য এমন সম্ভাবনা নাকচ করেছে বলে জানিয়েছে বিবিসি। ইইউ তে থাকা না থাকার প্রশ্নে ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। এই দুই সপ্তাহ সময়ের মধ্যে যুক্তরাজ্যের একতা ব্যালট পেপারের ওপর নির্ভর করছে বলে সতর্ক করেছেন স্যার জন এবং ব্লেয়ার দুজনই। স্যার জন বলেন,  ইইউ ত্যাগের ভোটে আরেকটি স্বাধীনতার গণভোটের মারাত্মক ঝুঁকি আছে। ইইউ ত্যাগের ভোটে উত্তর আয়ারল্যান্ডে বর্তমান স্থিতিশীলতার মূলে যে জটিল সাংবিধানিক সিদ্ধান্ত আছে তাও অস্থিতিশীল হয়ে পড়বে। আর এ পরিস্থিতি তৈরি হলে তা হবে এক ঐতিহাসিক ভুল। ওদিকে, ব্লেয়ার বলছেন, উত্তর আয়ারল্যান্ডের সমৃদ্ধি এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় ইইউ ত্যাগের ভোটের নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে বরাবরই জনগণকে সতর্ক করে আসছেন। বিবিসি।

সর্বশেষ খবর