Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ জুন, ২০১৬ ২৩:০৭
চিটফান্ড কেলেঙ্কারি
এবার পি.সি সরকার সিবিআই তলবে
কলকাতা প্রতিনিধি

আর্থিক কেলেঙ্কারির সঙ্গে এবার নাম জড়ালো বিশ্বখ্যাত জাদুকর পি সি সরকারের। টাওয়ার গ্রুপ নামে একটি ভূইফোঁড় বেআইনি আর্থিক সংস্থার সঙ্গে লেনদেন করেছেন তিনি। এই অভিযোগে এবার জুনিয়ার পি সি সরকারেকে ডেকে পাঠাল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রে খবর, টাওয়ার গ্রুপের সঙ্গে পি সি সরকারের বেশকিছু আর্থিক লেনদেনের খবর পাওয়া গেছে। সে কারণেই জিজ্ঞাসাবাদের জন্য পি সি সরকারকে ডেকে পাটানো হয়েছে। সিবিআইর ডাক পেয়েই শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। প্রায় তিন ঘণ্টা একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় এই বিজেপি নেতাকে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে সিবিআই ডেকেছিল তাই এসেছি। গোয়েন্দারা যা জানতে চেয়েছেন, সব উত্তরই দিয়েছি। এদিকে পি সি সরকারকে সিবিআই ডেকে পাঠানোর জেরে বেশ অস্বস্তিতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব।

এই পাতার আরো খবর
up-arrow