মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ওবামা ক্ষুব্ধ, ব্যথিত

অরল্যান্ডোর নাইটক্লাবে হামলা

প্রতিদিন ডেস্ক

অরল্যান্ডো শহরে সমকামীদের নৈশক্লাবে ঢুকে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বর্ণনা করেছেন ‘বিদ্বেষপ্রসূত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদিও তদন্ত এখনো চলছে, আমরা জোর দিয়েই বলতে পারি, এটি একটি সন্ত্রাসী কাজ, বিদ্বেষপ্রসূত কাজ। আর আমরা, আমেরিকানরা; শোকে, ক্ষোভে এবং আমাদের জনগণকে রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’ নিন্দনীয় ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি হতাহতের ঘটনায় শোক জানিয়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওমর মতিন নামে ২৯ বছর বয়সী এক যুবক রবিবার রাতে পালস নামের নাইট ক্লাবে ঢুকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে আফগান বংশোদ্ভূত এই মুসলিম আমেরিকানের অ্যাসল্ট রাইফেলের গুলিতে নিহত হন ৫০ জন; আহত হন আরও ৫৩ জন। বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস অরল্যান্ডোর ঘটনার দায় স্বীকার করলেও তাদের যোগাযোগ এখনো স্পষ্ট নয়। পালস ক্লাবে নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা আজ দেশটির সব রাষ্ট্রীয় দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এতগুলো নিরীহ মানুষের মৃত্যু আবারও মনে করিয়ে দিল, যুক্তরাষ্ট্রে একটি প্রাণঘাতী অস্ত্র সংগ্রহ করে মানুষের দিকে গুলি চালানো কতটা সহজ। আমরা এরকম একটি দেশ চাই কি না— সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। —এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর