মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

দুঃখ প্রকাশ করলেন হামলাকারীর বাবা

অরল্যান্ডোতে ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী ওমর মতিনের বাবা মীর সিদ্দিকী দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ হামলার কারণ তার ছেলের সমকামবিরোধী মনোভাব। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ছেলের এ কৃতকর্মের জন্য তিনি সব আমেরিকানের মতোই স্তম্ভিত। পরিবারের পক্ষ থেকে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেছেন। এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মীর সিদ্দিকী বলেন, আমরা ছিলাম মিয়ামির বেসাইডে। সেখানে লোকজন গান বাজাচ্ছিল। তখন ওমর মতিন দুজন পুরুষকে তার স্ত্রী ও সন্তানদের সামনে চুম্বনরত অবস্থায় দেখতে পায়। তা দেখে মতিন ভীষণ ক্ষুব্ধ হয়েছিল। ওই দুই ব্যক্তি চুম্বনরত অবস্থায় একে অন্যকে স্পর্শ করছিলেন। তখন মতিন বলেছিল, দেখ। আমার সন্তানদের সামনে তারা কী করছে। মীর সিদ্দিকী বলেন, এরপর আমরা পুরুষদের বাথরুমে চলে যাই। ওই দুজন পুরুষ একে অন্যকে চুম্বনরত অবস্থায়ই থেকে যায়। এদিকে মতিনের সাবেক স্ত্রী জানিয়েছেন, স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝামেলা হতো। খুব হিংস  স্বভাবের ছিল মতিন। সে কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। তিনি আরও জানান, মতিন একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করত। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে প্রচুর অস্ত্র মজুদ করেছিল সে। এএফপি।

সর্বশেষ খবর