Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুন, ২০১৬ ২৩:৩৭
ফ্রান্স-বেলজিয়ামে হামলা চালাবে সিরীয় জঙ্গিরা!

আবার বেলজিয়াম ও ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। আর এই জঙ্গিরা সিরিয়ান। জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে বেলজিয়াম আর ফ্রান্সে ঢোকার চেষ্টা করছে। পাসপোর্ট ছাড়াই নৌপথে তুরস্ক ও গ্রিস হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে তারা। বেলজিয়ামের সন্ত্রাসবিরোধী কার্যালয় থেকে পুলিশকে এ ধরনের সতর্কতা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেলজিয়ামের ট্যাবলয়েড পত্রিকা ডেরনিয়েরে হিউরে। তবে খবরটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ইউরোপের গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা। দ্য ইন্ডিপেনডেন্ট।

up-arrow