Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৬ জুন, ২০১৬ ২৩:৩৭
ভূমধ্যসাগরে মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ

ইজিপ্ট এয়ারের নিখোঁজ হওয়া ফ্লাইটের ধ্বংসস্তূপ ভূমধ্যসাগরে পাওয়া গেছে। দেশটির তদন্ত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জানানো হয়, ধ্বংসস্তূপের একাধিক প্রধান অবস্থান শনাক্ত করা হয়েছে। গভীর সমুদ্রে অনুসন্ধানকারী একটি জাহাজ ধ্বংসস্তূপের ছবিও পাঠিয়েছে। গত ১৯ মে ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রো যাওয়ার পথে এমএস ৮০৪ ভূমধ্যসাগরের ওপর থাকাকালে নিখোঁজ হয়। পরে বলা হয়, ৬৬ জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মিসরের তদন্ত কমিটি বলছে, সমুদ্রে অনুসন্ধানকারী জাহাজে থাকা তদন্ত কর্মকর্তারা এখন ধ্বংসস্তূপের অবস্থানের মানচিত্র  তৈরি করবেন। বিবিসি।
up-arrow