শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আইএসের দখল থেকে ফালুজার প্রধান ভবন পুনরুদ্ধার

আইএসের দখল থেকে ফালুজার প্রধান ভবন পুনরুদ্ধার

কট্টোরপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ফালুুজা শহরের প্রধান সরকারি ভবন পুনরুদ্ধার করেছে ইরাকি সেনাবাহিনী। লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি বিবিসিকে বলেন, সন্ত্রাসবিরোধী অভিজাত বাহিনী ও র‌্যাপিড রেসপন্স বাহিনী যৌথ অভিযান চালিয়ে শহরটির কাউন্সিল ভবন ‘মুক্ত’ করেছে। এর আগে তারা জানিয়েছিল, শহরটির পূর্বাঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল জেলা পুনরুদ্ধার করা হয়েছে। বাগদাদের ৩০ মাইল পূর্বে অবস্থিত ফালুুজা ইরাক ও সিরিয়ার অন্য যে কোনো শহর থেকে বেশি সময় ধরে আইএসের দখলে ছিল। ২০১৪ সালের জানুয়ারিতে এই ফালুুজা দখল করার ছয় মাসের মধ্যে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে তথাকথিত ‘ইসলামিক খেলাফত’ এর ঘোষণা দিয়েছিল আইএস। এর আগে গেল মাসের শেষদিকে ফালুুজা পুনরুদ্ধারে ইরাকি সরকার সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। অভিজাত সন্ত্রাস-বিরোধী ইউনিটসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর অগ্রগতি ঠেকাতে আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালিয়ে আইএসের জঙ্গিরা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর এ অভিযানে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী। এই শহরটি ছাড়া ইরাকের প্রধান শহরগুলোর মধ্যে মসুল এখনও আইএসের দখলে আছে। এএফপি

 

সর্বশেষ খবর