শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ওবামার সিরিয়া নীতির সমালোচনায় পররাষ্ট্র কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য পর্যায়ের ৫০ জন কর্মকর্তা এক যৌথ ‘ভিন্নমতপত্রে’ সিরিয়ায় আসাদ সরকারের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার চলতি নীতির কঠোর সমালোচনা করেছেন। সিরিয়ায় সামরিক শক্তি বিশেষত বেশি বেশি বিমান আক্রমণের মাধ্যমে আসাদ সরকারকে বিরোধী শক্তিগুলোর সঙ্গে আলাপ-আলোচনায় বাধ্য করা সম্ভব বলে ভিন্নপত্রে মত প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় আসাদ সরকারের সঙ্গে সরাসরি যুদ্ধের চেয়ে ইসলামিক স্টেটের হুমকি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন। এই রণকৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে, রাশিয়ার সমর্থনে আসাদ সরকারকে আংশিক যুদ্ধবিরতি চুক্তিতে উৎসাহিত করা। যৌথপত্রে তারা অভিযোগ করেন, আসাদ সরকার যুদ্ধবিরতি কখনোই মেনে চলেনি। বরং কোনো প্রত্যক্ষ চাপ না থাকায় আসাদ বিরোধীদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন অনুভব করেননি। এএফপি।

 

সর্বশেষ খবর