Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ জুন, ২০১৬ ০০:০৬
অন্য খবর
বিদ্যুৎপ্রুফ যুবক!
বিদ্যুৎপ্রুফ যুবক!

স্পাইডারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান কত ম্যান নিয়ে যে সিনেমা হয়েছে তার ইয়ত্তা নেই। তবে এখন পর্যন্ত কোনো ইলেকট্রিকম্যানের নাম শোনা যায়নি।

তবে এবার বাস্তবে মিলেছে ইলেকট্রিকম্যানের। ১৬ বছর বয়সী দীপক জঙ্গরা নাকি অনায়াসে ১১ হাজার ভোল্ট ইলেকট্রিক শক খেতে পারেন! ভারতের হরিয়ানার ছেলে দীপক। তার অদ্ভুত কর্মকাণ্ডে চমকে উঠেছে গোটা বিশ্ব। এক হাতে বিদ্যুত্বাহী ইলেকট্রিক তার নিয়ে এক বালতি পানিতে ডুবিয়ে রাখছেন, কখনো বা মায়ের খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিক হিটার সারাচ্ছেন সুইচ অন করেই! মাস কয়েক আগে সবাইকে চমকে দিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে ১১ হাজার ভোল্ট তার ধরে ঝুলে পড়ে দীপক। চিকিৎসকরা রক্ত ও নানান পরীক্ষা করে  দেখেছেন। কোনো অসুস্থতার লক্ষণ নেই তার শরীরে।

up-arrow