শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সাদিকের আসনে রজিনা

লন্ডনের মেয়র সাদিক খানের খালি হওয়া সাউথ লন্ডনের টুটিং আসনের উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রজিনা আলিন খান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তানি বংশোদ্ভূত ডা. রজিনা আলিন খান মোট ১৭,৮৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডান ওয়াটকিনস পান ১১,৫৩৭ ভোট। মে মাসে লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। বিবিসি

রাশিয়ায় সংঘর্ষে নিহত ১০

রাশিয়ার দক্ষিণাঞ্চলের উত্তর ককেশাসে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউ’র বিশেষায়িত সামরিক শাখা ‘স্পেতনাজের’ সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ হয়েছে। এতে ৪ সৈন্যসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে প্রশাসন। রাশিয়ান বেসরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ককেশাসের বিচ্ছিন্নতাবাদী চেচনিয়া সীমান্তবর্তী দাগেস্তানের একটি গহীন বনে ‘সন্ত্রাস-বিরোধী অভিযান’ চালাচ্ছিল স্পেতনাজের একটি দল।-

ন্যাটো জাহাজের পিছু রাশিয়ার

ন্যাটোর সামরিক কমান্ডার ভাইস অ্যাডমিরাল জেমস জি ফোগো বলেছেন, বাল্টিক সাগরে সামরিক মহড়ার সময় ন্যাটোর যুদ্ধজাহাজকে অনুসরণ করছে রাশিয়ার গোয়েন্দা জাহাজ। তিনি বলেছেন, ‘আমরা রাশিয়ার দুটি জাহাজকে চিহ্নিত করেছি।’ তবে গভীর সাগরে রুশ সেনাদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন তিনি। বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে গত সপ্তাহে মস্কো থেকে আলোচনা করে আসা একটি মার্কিন প্রতিনিধিদলকে অ্যাডমিরাল ফোগো এসব কথা জানিয়েছেন। বাল্টিক সাগরে ৩ জুন ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে যা ১৯ জুন পর্যন্ত চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর