রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ইরাকি সেনা অভিযানে ফালুজা থেকে পালিয়েছে আইএস

ইরাকি সেনা অভিযানে ফালুজা থেকে পালিয়েছে আইএস

হায়দার আল আবাদি

দীর্ঘদিন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকি শহর ফালুজার কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। শুক্রবার শহরটির কেন্দ্রস্থল ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আসার পর ওই দিন রাতে ফালুজা লড়াইয়ে জয় ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। শহরটি পুনরুদ্ধারে চার সপ্তাহ আগে শুরু করা অভিযান এ ঘোষণার মাধ্যমে পূর্ণতা পেলেও শহরটির উল্লেখযোগ্য অংশ এখনো আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সেই অংশ আইএসমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে সরকারি বাহিনীকে সমর্থন জুগিয়েছে। রাজধানী বাগদাদ থেকে সড়কপথে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত শহরটির পৌরভবন পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। কিন্তু শহরটির আইএস নিয়ন্ত্রিত অংশের রাস্তা ও বাড়িগুলোতে বিস্ফোরক স্থাপন করে রেখেছে জঙ্গিরা। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শহরটির পৌরভবনের ওপর রাষ্ট্রীয় পতাকা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার জানিয়েছেন, ইরাকি বাহিনী শহরটির একাংশ পুনরুদ্ধার করেছে, পাশাপাশি ‘আরও লড়াই বাকি আছে’ বলেও জানিয়েছেন তিনি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী শহরটির ভিতরে নিয়ন্ত্রণ জোরদার করেছে, তবে এখনো কিছু পকেট রয়ে গেছে যেগুলো পরবর্তী ঘণ্টাগুলোতে পরিষ্কার করতে হবে। বিবিসি, আল-জাজিরা।

সর্বশেষ খবর