রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

নারদাকাণ্ড তদন্তের নির্দেশ মমতার

সারদা থেকে নারদা স্টিং অপারেশন কোনো ঘটনাতেই তৃণমূল কংগ্রেস রুপি নেয়নি। দলকে ব্ল্যাকমেলিং করার উদ্দেশ্যেই নারদা স্টিং অপারেশনের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের রাজনৈতিক কমর্শালা থেকে নারদ ইস্যুতে মুখ খোলেন মমতা। তিনি বলেন ‘আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হচ্ছে। ইন্টারভিউ চাওয়া হচ্ছে।

এরপর আমাদের সঙ্গে দেখা করতে এসে টেবিলে রুপি রাখা হচ্ছে...। পরে সেই ছবি তুলে মার্কেটিং করা হচ্ছে আর বলা হচ্ছে আমরা ঘুষ নিচ্ছি। আমরা তো কারও কাছে রুপি চাইনি’। নিজের দলের বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম ও শুভেন্দু অধিকারী নাম তুলে তৃণমূল প্রধান বলেন ফিরহাদ খেতে পায় না? তাকে রুপি নিতে হবে? শুভেন্দু অধিকারীকে রুপি নিতে হবে? কি উদ্দেশ্যে দলকে অসম্মান করা হল তা খুঁজে বের করতে হবে। আর সেই কারণেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা প্রতিনিধি।

সর্বশেষ খবর