সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

রোমে প্রথম নারী মেয়র হচ্ছেন ভার্জিনিয়া

রোমে প্রথম নারী মেয়র হচ্ছেন ভার্জিনিয়া

একসময় বিশ্ব নিয়ন্ত্রণ করত রোম সাম্রাজ্য। সেই রোমের প্রভাব এখন নেই। আভিজাত্য কিন্তু কমেনি এতটুকু। ইতালির সেই রোম শহরের প্রথম নারী মেয়র হতে যাচ্ছেন দেশটির ফাইভ স্টার মুভমেন্ট নেত্রী ভার্জিনিয়া রেজ্জি। স্থানীয় সময় গতকাল রোমবাসী তাদের মেয়র নির্বাচনের জন্য রানঅফ ভোট দিয়েছেন। তবে ভোটের আগেই নিশ্চিত হয়ে যায় রেজ্জি এবার মেয়র নির্বাচিত হচ্ছেন। বিবিসি জানায়, ৩৭ বছর বয়সী ভার্জিনিয়া রেজ্জি পেশায় আইনজীবী। রোমবাসীর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ইতালির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) মেয়র প্রার্থী রবার্তো জাকেত্তির চেয়ে অনেক এগিয়ে আছেন তিনি। রেজ্জি রোমের মেয়র নির্বাচিত হলে তা হবে ইতালির ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী মাত্তিও  রেনজির জন্য বড় আঘাত। বিবিসি

সর্বশেষ খবর