শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

কাওয়ালি শিল্পী সাবরি হত্যায় পাকিস্তানে শোকের ছায়া

কাওয়ালি শিল্পী সাবরি হত্যায় পাকিস্তানে শোকের ছায়া

পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে হত্যার ঘটনায় পাকিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার বিকালে করাচিতে প্রকাশ্য দিবালোকে দুই বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই সুফি গায়ক। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যার কয়েক ঘণ্টা পর স্থানীয় জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই জনপ্রিয় সুফি গায়ককে হত্যার দায় স্বীকার করেছে। টিটিপির মুখপাত্র কারি সাইফুল্লাহ মেহসুদ এক বিবৃতিতে বলেছেন, আমজাদ সাবরি ধর্মের অবমাননা করেছেন। এদিকে আমজাদ সাবরির হত্যাকাণ্ডে পাকিস্তানের শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া। এ ছাড়া অনেক রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব দেশের ‘সাংস্কৃতিক দূত’ হিসেবে পরিচিত এ শিল্পীকে হত্যায় সামাজিক  যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর