Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:২০
অন্য খবর
সেলফিতে প্রাণ গেল

ভারতে গঙ্গা নদীতে সেলফি তোলার সময় নদীতে ডুবে সাত তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেলফি তোলার সময় তরুণরা ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়।

ঘটনাটি ঘটেছে কানপুরে। এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল গঙ্গা নদীতে সাত তরুণ গোসল করতে যায়। এ সময় তাদের একজন সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। তিনি আরও বলেন, তারা ছয় বন্ধু একে অপরকে বাঁচাতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায়। পুলিশ নদী থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে। ছবি তুলতে গিয়ে কয়েকজনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর চলতি বছরের গোড়ার দিকে কর্তৃপক্ষ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের চারপাশে ১৬টি ‘নো সেলফি’ জোন ঘোষণা করেছে।

up-arrow