শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা
ব্রিটিশ গণভোটের ফলাফল

স্বাধীনতা নাকি দুর্যোগের আভাস

স্বাধীনতা নাকি দুর্যোগের আভাস

ইইউ থেকে বিচ্ছেদ হয়ে গেল ব্রিটেন। এই বিচ্ছেদের দায় নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্তার হাত ধরেই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন —এএফপি

ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সব সময়ই একটা ভালো প্রভাব নিয়ে আছে। কিন্তু ঐতিহাসিক এক গণভোটে ব্রিটেনের বেশিরভাগ মানুষ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন, আর এর প্রতিক্রিয়া এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষের শিবির ভাবছে  কেন এই ফলাফল হলো। গণভোটের এই ফলাফলের কারণে ৪৩ বছর পরে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে যাচ্ছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশটি। আর এই বিচ্ছেদের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে। ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দাম ১৯৮৫ সালের পর সবচেয়ে নিচে নেমে গেছে। ব্রেক্সিটের ফলাফলে আর্থিক বাজারগুলোতে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণভোটের ফলাফল যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, সেটি গভীর আগ্রহ নিয়ে সবাই লক্ষ্য করবেন। স্কটল্যান্ড যুক্তরাজ্যে থাকার প্রশ্নে আরেকটি গণভোট করবে বলে ধারণা আরও জোরদার হচ্ছে। স্কটল্যান্ডের প্রতিটি জেলায় ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বেশি ভোট পড়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন, স্কটিশরা তাদের ভবিষ্যৎ ইউরোপে থাকার মধ্যে দেখতে পাচ্ছে। উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে বড় দল সিন ফেন বলছে, এই  ভোট একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে গণভোট আয়োজনে তাদের দাবিকে আরও জোরালো করবে। বিবিসি।

সর্বশেষ খবর