শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

সতর্ক হওয়ার আহ্বান ইইউ নেতাদের

ফ্রান্সের বিষয়ে গণভোটের আহ্বান

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের গাট ছাড়ার সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইইউর নেতারা। জোটের নেতারা অনেকে হতাশ। নিজ দেশের প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। অনেকের মতে, এতে নিজেদের সংস্কার নিয়ে সচেতন হবে ইইউ। ইইউ নেতারা এ সপ্তাহের শেষে জরুরি সম্মেলন করবেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গণভোটের পর নিজ দেশে ইইউবিরোধী মনোভাব গড়ে উঠতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোঙ্কার বলেন, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রিচা যুক্তরাজ্যের ইইউ ছাড়ার সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এটি ব্রাসেলসকে নিজেদের সংস্কারে উৎসাহিত করবে। ইইউ তাদের সংস্কারে উৎসাহিত হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইইউ ছাড়ার পক্ষে ব্রিটেনের গণভোটের রায় এটা প্রমাণ করে ব্রাসেলসকে অবশ্যই জনগণের কণ্ঠ শুনতে হবে।

এদিকে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ নতুন করে গণভোটের দাবি ওঠেছে সংস্থাটির আরেক প্রভাবশালী দেশ ফ্রান্সে। দেশটির কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট পার্টি গণভোটের এ দাবি জানিয়েছেন। ইইউ ধীরে ধীরে ‘অগণতান্ত্রিক ও নিষ্ঠুর’ হয়ে উঠছে উল্লেখ করে দলটির টুইটারে বলা হয়, ইউরোপীয় ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাজ্য ‘ভালো থাকবে’। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর