Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ২৩:২২
বিদ্রোহমুক্ত হচ্ছে কলম্বিয়া
পাঁচ দশকের যুদ্ধাবসান আসন্ন

কলম্বিয়া সরকার ও দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) ঐতিহাসিক যুদ্ধবিরতির চুক্তিতে সই করতে যাচ্ছে। এর ফলে দেশটিতে ৫০ বছর ধরে চলা সংঘাতের ইতি ঘটবে। একে ‘ঐতিহাসিক’ চুক্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শান্তি চুক্তি সই হওয়ার আগে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টিকে সর্বশেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে শান্তি চুক্তি হতে পারে। পাঁচ দশক ধরে চলমান এ সংঘাতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত ও ৭০ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। কিউবার রাজধানী হাভানাতে প্রায় তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে এ শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। হাভানায় বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ যুদ্ধবিরতির শর্ত হিসেবে বিদ্রোহীরা আগামী ১৮০ দিনের মধ্যে অস্ত্র জমা দেবে। জাতিসংঘ পর্যবেক্ষকের উপস্থিতিতে সব দলের অস্ত্র জমা নেওয়া হবে। টিমোচেঙ্কো নামের পরিচিত এফএআরসির নেতা রড্রিগো লন্ডোনো বলেন, ‘এ দিনটিই যুদ্ধের শেষ দিন হোক।’ এই চুক্তি সম্পাদনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, ৫০ বছর ধরে চলমান মৃত্যু, আক্রমণ আর যন্ত্রণার শেষপ্রান্তে চলে এসেছি। এফএআরসির সঙ্গে বন্দুকযুদ্ধের অবসান ঘটছে। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow