শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা
সিউলে আটকে গেল ভারত

তাসখন্দে মোদি জিনপিং বৈঠক

সিউল সম্মেলনে পরমাণু সরবরাহকারী আন্তর্জাতিক গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি চীনের বিরোধিতায় আটকে গেছে। যদিও এ নিয়ে ভারতের জোর তত্পরতাও অব্যাহত রয়েছে। চীনের এ বিরোধিতার মধ্যেও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মোদি-জিনপিং বৈঠক হয়েছে। আর তার বিষয়বস্তুও ছিল এনএসজি। ৪৮ সদস্যের এনএসজি গ্রুপের ৪৭ সদস্য রাষ্ট্রই ভারতের অন্তর্ভুক্তির আবেদন সমর্থন করেছে বলে জানা গেছে। কিন্তু চীনের বিরোধিতায় তা আটকে রয়েছে। এদিকে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকের ফাঁকে এনএসজি-কে কেন্দ্র করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৃথক বৈঠক হয় তাসখন্দে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর