রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ব্রেক্সিটে দুশ্চিন্তাগ্রস্ত যুক্তরাষ্ট্র

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্যবাসী। এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত যুক্তরাষ্ট্র। আর এই বিপর্যয় এড়ানোর চেষ্টা করছেন ওবামা। ব্রেক্সিটের জেরে শুরু হওয়া যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়ার কারণে জানুয়ারিতে ওবামা হোয়াইট হাউস ছাড়ার আগেই যুক্তরাষ্ট্র-ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাণিজ্যের (টিটিআইপি) সম্ভাবনাও উবে যেতে পারে। ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপির আলোচনা ইতিমধ্যে মতপার্থক্য ও উভয় মহাদেশের মধ্যে বাড়তে থাকা বাণিজ্যবিরোধী মানসিকতার কারণে স্থবির হয়ে পড়েছে। ব্রেক্সিটের কারণে ওবামা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জঙ্গিগোষ্ঠী আইএস, রাশিয়া ও চীনের উত্থানের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের যুক্ত করার বিষয়টিও কঠিন করে তুলেছে। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের সামনে এমন এক পরিস্থিতি তৈরি করতে পারে, তাতে যুক্তরাজ্যের সঙ্গে বিশেষ সম্পর্কের গুরুত্ব হ্রাস করে অন্য ইউরোপীয় অংশীদার জার্মানি এবং ফ্রান্সের দিকে যুক্তরাষ্ট্র ঝুঁকে পড়বে কিনা সে সিদ্ধান্ত নিতে হতে পারে। এএফপি।

সর্বশেষ খবর