রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে উপনির্বাচনে জয়ী মেহবুবা মুফতি

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরে উপনির্বাচনে জয়ী মেহবুবা মুফতি

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অন্তনাগ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ১২ হাজার ভোটে জয়ী হলেন রাজ্যটির প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। বুধবার এ কেন্দ্রটিতে উপনির্বাচন সম্পন্ন হয়। মেহেবুবা পেয়েছেন ১৭ হাজার  ভোট, অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী হিলাল আহমেদ শাহ পেয়েছেন ৫ হাজার ৫৮৯ ভোট। ন্যাশনাল কনফারেন্স পার্টির ইফতিকার হুসেন মিসগার ২৮০০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জয়ের পরই টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ২০১৫ সালের ১ মার্চ জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের পর সেখানে বিজেপি-পিডিপি জোট সরকার গঠিত হয়। রাজ্যটির মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন পিডিপি নেতা মুফতি মুহম্মদ সাঈদ। গত ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মুফতির কন্যা মেহবুবা।

সর্বশেষ খবর