মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

নতুন ছায়া মন্ত্রিসভা ঘোষণা করলেন করবিন

নতুন ছায়া মন্ত্রিসভা ঘোষণা করলেন করবিন

ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন জেরেমি করবিন। দলের নেতৃত্ব সংকট নিরসনে জরুরি আলোচনার পর এই মন্ত্রিসভার ঘোষণা দেন। এর আগে গণভোটের ফলাফল প্রকাশের পর বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করার পরই তিনি এ উদ্যোগ নেন। গতকাল লেবার পার্টির উপ-প্রধান টম ওয়াটসনের সঙ্গে করবিনের এক জরুরি বৈঠক হয়। সেখানে দলীয় নেতৃত্ব, ছায়া মন্ত্রিদের পদত্যাগের বিষয়ে আলোচনা করা হয়। এর পরই নিয়োগ দেওয়া হলো নতুন ছায়া মন্ত্রীদের। উল্লেখ্য, ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বহিষ্কারের পর তার অনুসরণে ১১ জন ছায়ামন্ত্রী ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এবার নিয়োগ দেওয়া হয় ১০ জন নতুন ছায়া মন্ত্রীকে। নতুন নিয়োগপ্রাপ্ত ছায়া মন্ত্রীরা হলেন, এমিলি থর্নবেরি (ছায়া পররাষ্ট্রমন্ত্রী), ডাইন অ্যাবোট (ছায়া স্বাস্থ্যমন্ত্রী), প্যাট গ্লাস (ছায়া শিক্ষামন্ত্রী), অ্যান্ডি ম্যাকডোনাল্ড (ছায়া পরিবহনমন্ত্রী), ক্লাইভ লুইস (ছায়া প্রতিরক্ষামন্ত্রী), রেবেকা লং বেইলি (ছায়া অর্থমন্ত্রী), কেইট ওসামোর (ছায়া আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নমন্ত্রী), র‌্যাচেল মাসকেল (পরিবেশ, খাদ্য ও গ্রামবিষয়ক ছায়া মন্ত্রী), ক্যাট স্মিথ (ছায়া যুবমন্ত্রী) এবং ডেভ এন্ডারসন (উত্তর আয়ারল্যান্ড বিষয়ক ছায়া মন্ত্রী)। গতকাল পিএলপির বৈঠকে জেরেমি করবিনের বিরুদ্ধে আস্থা ভোটের ব্যাপারে আলোচনা হওয়ার কথা। ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে গোপন ব্যালটে আস্থা ভোট হবে কি না। তবে করবিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি পদত্যাগ করছেন না। দ্য গার্ডিয়ান।

সর্বশেষ খবর