Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৭ জুন, ২০১৬ ২৩:৫৮
হিলারি নতুন জরিপে এগিয়ে
মার্কিন নির্বাচন
হিলারি নতুন জরিপে এগিয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন জরিপে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন জনসমর্থনের দিক দিয়ে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। ওয়াশিংটন  পোস্ট-এবিসি নিউজের করা জরিপে দেখা গেছে, গত মাসে হিলারি নাটকীয়ভাবে এগিয়ে গেছেন। তিনি এগিয়ে ১২ শতাংশ পয়েন্টে। জরিপ বলছে, যদি আজ প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে ৫১ শতাংশ হিলারিকে ভোট দিতে চাইবে। ৩৯ শতাংশ ট্রাম্পকে ভোট দেবে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজের জরিপ বলছে, ৪৬ শতাংশ হিলারিকে ও ৪১ শতাংশ ট্রাম্পকে ভোট দেবে। মে মাসের শেষ দিকে এই জরিপ করা হয়। মুসলিম, অভিবাসীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প বিশ্ব মিডিয়া ও রাজনীতিবিদদের কাছে সমালোচিত। নিজ দলের ভিতরেও তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে। রিপাবলিকান মিচ ম্যাককনেল এবিসি নিউজকে রবিবার বলেন, গত কয়েক সপ্তাহে ট্রাম্প যত ভুল করেছেন, তা নিয়ে আর কিছু বলার নেই। তবে এখনো ট্রাম্পের হাতে সময় আছে। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপ বলছে, প্রতি তিনজনে দুজন আমেরিকান বলছে জাতিকে  নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ট্রাম্পের নেই। নারী, সংখ্যালঘু ও মুসলিমদের নিয়ে ট্রাম্পের বক্তব্য খুবই অনুচিত ও পক্ষপাতমূলক। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow