বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

দুই বছর শিকলে বেঁধে রাখা হয়েছিল গিলানির ছেলেকে

দুই বছর শিকলে বেঁধে রাখা হয়েছিল গিলানির ছেলেকে

তিন বছর আগে পাকিস্তানের মুলতান শহর থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানিকে অপহরণ করে আল-কায়েদা জঙ্গিরা। এরপর তাকে উত্তর ওয়াজিরিস্তানে দুই বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন হায়দার গিলানি। জঙ্গিরা তার বাবা ইউসুফ রাজা গিলানির ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে অপহরণ করেছিল। কারণ ওসামা বিন লাদেনকে যখন হত্যা করা হয় ইউসুফ রাজা গিলানি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অপহরণের পর জঙ্গিরা মুক্তিপণ দাবি করার পাশাপাশি পাকিস্তানের কারাগারে আটক আল-কায়েদার কয়েকজন বন্দীর মুক্তিও দাবি করেছিল। জঙ্গিদের হাতে বন্দী অবস্থায় গত তিন বছরকেমন ছিলেন গিলানি? আর কীভাবে তিনি ফিরে আসলেন? বিবিসির কাছে সে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি।

হায়দার বলেন, অপহরণের পর তাকে উত্তর ওয়াজিরিস্তানের কটি ছোট্ট কক্ষে আটকে রাখা হয়েছিল এবং এক বছর বাইরের কোনো কিছু দেখতে দেওয়া হয়নি। সূর্যের আলো কী জিনিস সেটি ভুলে গিয়েছিলেন তিনি।  বিবিসি।

সর্বশেষ খবর