বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

রাশিয়ার কাছে তুরস্কের দুঃখ প্রকাশ

রাশিয়ার একটি সামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দুঃখ প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এমনটাই জানিয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এরদোগান একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় রুশ ভূপাতিত বিমানের নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যা ঘটেছে, তার জন্য এরদোগান গভীরভাবে অনুতপ্ত। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চান। গত বছরের নভেম্বরে তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি সামরিক বিমান ভূপাতিত করে তুরস্ক। এতে বিমানের এক পাইলট নিহত হন। ঘটনার পর তুরস্ক দাবি করে, রুশ বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। বিবিসি।

সর্বশেষ খবর