বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

বিড়াল তাড়াতে ভোট!

বিড়াল তাড়াতে ভোট!

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের সরকারি পাঠাগার থেকে উচ্ছেদ করা হচ্ছে ‘ব্রাউজার’ নামের বিড়ালকে । ৬ বছর ধরে লাইব্রেরির বাসিন্দা ছিল বিড়ালটি। কিন্তু নগর পরিষদের ভোটে তাকে উত্খাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটারদের একটি বড় অংশের প্রতিবাদ সত্ত্বেও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে বিড়ালটিকে। এক মাসের মধ্যে তাকে নতুন আস্তানা খুঁজে নিতে হবে। টেক্সাসের মেয়র রন হোয়াইট বলেছেন, দুঃখের সঙ্গে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ১৪ জুন নগর পরিষদের  বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ব্রাউজারকে আর এখানে রাখা হবে না। নগর পরিষদের সদস্য এলজি ক্লিমেন্টস বলেন, শহরের হল ও বাণিজ্য কেন্দ্রগুলো প্রাণীদের থাকার জায়গা হতে পারে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর