Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:২৬
অন্য খবর
পরীক্ষায় ১০০ তে ৫২৫!

অর্থনীতির পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের, কিন্তু এক ছাত্রী পেয়েছেন ১০০-র মধ্যে ৫২৫! মধ্যপ্রদেশের অবধেশ প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের বি এ প্রথম বর্ষের মার্কশিট  বেরনোর পরে এ রকম আজগুবি ঘটনার কথা সামনে এসেছে। পরীক্ষায় চারটি বিষয়ের  মোট নম্বর ছিল ৪৫০। ছাত্রীটিকে দেওয়া হয়েছে ৭২৭ নম্বর। শিখা ত্রিপাঠি নামের ওই ছাত্রীটি বিএ পড়েন। ফাউন্ডেশন কোর্স, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি আর সমাজবিজ্ঞান  এই চারটি বিষয় নিয়ে প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষায় বসেছিলেন ত্রিপাঠি।

এই পাতার আরো খবর
up-arrow