Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুলাই, ২০১৬ ০৩:২১
চলে গেলেন শিল্পী কে জি সুব্রামনিয়াম
চলে গেলেন শিল্পী কে জি সুব্রামনিয়াম

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী কে জি সুব্রামনিয়ান (৯২) আর নেই। বুধবার দুপুরের দিকে গুজরাটের বড়োদরার বাড়িতে মারা যান তিনি, যিনি শান্তিনিকেতনে ‘মানিদা’ হিসেবে অধিক পরিচিত ছিলেন। শিল্প সমালোচকদের মতে, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও বিনোদবিহারী মুখোপাধ্যায়ের পর সুব্রামনিয়ানই সেই বিরল শিল্পী, যিনি ছবি আঁকার পাশাপাশি ছোটদের জন্য গল্প লিখেছেন ও ছবি এঁকেছেন, লিখেছেন শিল্প নিয়ে প্রবন্ধ, তৈরি করেছেন কাঠ ও ধাতুর কুটুমকাটামে অজস্র ভাস্কর্য-অবয়ব, ডিজাইন করেছেন টেক্সটাইলস। সমানতালে করে গেছেন শিক্ষকতাও। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow