Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুলাই, ২০১৬ ২৩:৫৯
সাগরে ১০ অভিবাসী নারীর প্রাণহানি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি রাবার বোট (রাবারের তৈরি বিশেষ নৌকা) উল্টে ১০ নারী অভিবাসীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুটি পৃথক অভিযানে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয়  কোস্ট গার্ড। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কসিমো নিক্যাস্ট্র জানান, তাদের কোস্ট গার্ডের জাহাজটি ওই রাবার বোটসহ একই এলাকার অপর আরও একটি রাবার বোট থেকে ১০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। অতিরিক্ত ভারে রাবার বোটে পানি উঠে ডুবতে শুরু করে। এ সময় বোটে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে দম বন্ধ হয়ে অথবা বোটটি উল্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এএফপি।

এই পাতার আরো খবর
up-arrow