Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুলাই, ২০১৬ ২৩:৫৯
উত্তরাখণ্ডে ভূমিধসে নিহত ৩০
কলকাতা প্রতিনিধি

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের চামোলি এবং পিথোরাগড় জেলার একাধিক জায়গায় তৈরি হওয়া ভূমিধসে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বর্ষণে রাজ্যের প্রতিটি নদীর পানির স্তর বেড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছেন ২৫ জনের মতো। একাধিক বাড়ি ধসে  গেছে, কয়েকশ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ধসের নিচে আরও মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চামোলিতে মন্দাকিনি নদীর পাশে থাকা একাধিক ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেছে।

এই পাতার আরো খবর
up-arrow