শিরোনাম
শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চীনের দিকে ভুল করে তাইওয়ানি ক্ষেপণাস্ত্র!

তাইওয়ানি একটি যুদ্ধজাহাজ থেকে গতকাল সকালে ‘বিমানবাহী রণতরী-বিধ্বংসী’ একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র চীনের দিকে ধাবিত হয়ে পানিতে গিয়ে পড়েছে। তাইওয়ানের নৌবাহিনী দাবি করেছে, শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ভুল করে ছোড়া হয়েছে। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি তারা। নৌবাহিনী বলছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ৫০০ টন ওজনের ওই ক্ষেপণাস্ত্রটি তাইওয়ানের তসইং নৌঘাঁটির একটি যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয়। এএফপির প্রতিবেদনে জানানো হয়, সিউং-ফেং থ্রি (ব্রেভ উইন্ড) নামের ওই ‘বিমানবাহী রণতরী-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রটি ৩০০ কি.মি. পর্যন্ত লক্ষ্যে যেতে পারে।

সর্বশেষ খবর