শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

দুর্ঘটনা ঠেকাতে ব্রেসলেট

প্রতিবছর বিশ্বের লাখো মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যায়। হজযাত্রীদের নিরাপত্তা দিতে নতুন একটি উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারের হজে প্রত্যেক হজযাত্রীকে পরিচয়পত্র হিসেবে দেওয়া হবে বৈদ্যুতিক একটি ব্রেসলেট। বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এই বৈদ্যুতিক ব্রেসলেট হজ করতে আসা মানুষের হাতে পরিয়ে দেওয়া হবে। যা দুর্ঘটনা ঠেকাবে। এতে প্রত্যেকের ব্যক্তিগত ও মেডিকেল সম্পর্কিত তথ্য সংগৃহীত থাকবে। ব্রেসলেটটি হবে পানিরোধক এবং জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত। এমনকি হজ যাত্রীদের নামাজের সময় সূচির সংকেত দেবে এই ব্রেসলেট। যেহেতু বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মুসলিমরা হজ পালনে মক্কা যায়, সেহেতু বহুভাষী একটি হেল্প ডেস্কও থাকবে তাদের সাহায্যার্থে।

সর্বশেষ খবর