রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জর্ডানে অনাহারে ৩০ হাজার সিরীয় নারী-শিশু শরণার্থী

জর্ডানে অনাহারে ৩০ হাজার সিরীয় নারী-শিশু শরণার্থী

খাদ্য সংকটের কারণে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে জর্ডানে অবস্থানরত ৩০ হাজার সিরীয় শিশু শরণার্থী। সিরিয়ার সঙ্গে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে শরণার্থীদের জন্য জর্ডান কর্তৃপক্ষ প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেওয়ার পরই এ সংকট সৃষ্টি হয়েছে। রমজান মাস জুড়েই ৬০ থেকে ৭০ হাজার সিরীয়, যাদের বেশির ভাগই নারী ও শিশু, খাদ্য ও নিরাপদ পানি সংকটে ভুগছে। গত মাসে জর্ডানের বার্ম এলাকায় আইএসের হামলার পর এলাকাটিতে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এমনকি ওই হামলার পর জর্ডান কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, এলাকাটিতে কোনো ধরনের আন্দোলনও সহ্য করা হবে না। এদিকে খাদ্যের ওই তীব্র সংকটের মধ্যেই সেখানে চলছে অসহ্য গরম। সব মিলিয়ে শরণার্থী শিবিরগুলোতে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে। মানবাধিকার আইনজীবী গেরি সিম্পসন বলেন, ‘অনেকেই সিরিয়া ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জেনেছি। এরকম বিচ্ছিন্ন এবং মরুভূমি এলাকার দুর্দশাময় পরিস্থিতি  থেকে বাঁচতেই তারা এ সিদ্ধান্ত নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে তাদের দরকার পানি এবং খাদ্য। জর্ডান সব ধরনের পানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে রেখেছে। আলজাজিরা।

সর্বশেষ খবর