রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দখলদারি তুলে নাও

যুক্তরাষ্ট্রের প্রতি তালেবান নেতা

আফগানিস্তানে দখলদারির অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবানের নতুন নেতা মৌলভি হায়বাতুল্লাহ আখুন্দজাদা। এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল এক বার্তায় হায়বাতুল্লাহ এই আহ্বান জানান। গত মে মাসে হায়বাতুল্লাহ আফগান তালেবানের নতুন নেতা নিযুক্ত হওয়ার পর এই প্রথম তার কাছ থেকে কোনো বার্তা এলো। যুক্তরাষ্ট্রের উদ্দেশে হায়বাতুল্লাহ বলেন, ‘অর্থহীন বল ও পেশি ব্যবহারের বদলে বাস্তবতা স্বীকার করুন। দখলদারির অবসান ঘটান।’ আফগান তালেবান নেতার ভাষ্য, আমেরিকার হানাদার ও তার মিত্রদের উদ্দেশে তাদের বার্তা হলো, আফগান মুসলিম জনগণ তাদের বাহিনী ও কৌশলে ভীত নয়। হায়বাতুল্লাহ বলেন, ‘তোমরা একটি গোষ্ঠী বা অংশকে মোকাবিলা করছ না। তোমরা একটি জাতিকে মোকাবিলা করছ। তোমরা জয়ী হবে না।’ গত মে মাসে মার্কিন ড্রোন হামলায় তৎকালীন তালেবানপ্রধান মোল্লা মানসুর নিহত হলে তার স্থলাভিষিক্ত হন হায়বাতুল্লাহ। মোল্লা মানসুরের দুজন সহযোগীর একজন ছিলেন হায়বাতুল্লাহ। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর