Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ জুলাই, ২০১৬ ২৩:৪৩
ইরাকে আইএসের দুই শীর্ষ নেতা নিহত

ইরাকের মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী ও একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ২৫ জুন ওই বিমান হামলা চালানো হয় বলে পেন্টাগনের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, গেল মাসে তাদের মৃত্যু এবং আইএসআইএলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে চালানো বিমান হামলার কারণে সন্ত্রাসী এই গোষ্ঠীটি মসুলে নেতৃত্ব সংকটে পড়েছে। মসুলের কাছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় আইএসের যুদ্ধবিষয়ক উপমন্ত্রী বাসিম মুহাম্মাদ আহমাদ সুলতান আল-বাজারি নিহত হন। ২০১৪ সালে মসুল দখলের পর থেকে এই সুলতান আল-বাজারি সেখানে সন্ত্রাসীগোষ্ঠীটির মূল দায়িত্বে ছিলেন বলে কুক জানান। কুক আরও জানান, নিহত আইএসের অপর সদস্য হাতিম তালিব আল-হামদুনি। তিনি মসুলে আইএসের একজন সামরিক কমান্ডার ছিলেন। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow