সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভারত-পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫৫ জনের প্রাণহানি

ভারত-পাকিস্তানে আকস্মিক বন্যায় ৫৫ জনের প্রাণহানি

ভারত ও পাকিস্তানে ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৫ জন মারা গেছে। পাকিস্তানের চিত্রাল জেলায় আকস্মিক বন্যায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। জেলার আরসুন গ্রামে বন্যায় মসজিদে নামাজের সময় বন্যা আঘাত হানে এবং বেশ কয়েকজন তখন নিহত হয়। অনেক বাড়িঘর ও একটি সেনা ছাউনি ভেসে যায়। পাকিস্তান সেনাবাহিনীর ৮ সদস্য নিখোঁজ রয়েছে। এদিকে ভারতের উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ২৫ জন মারা গেছে। শুক্রবারের ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে উত্তরাখণ্ডে ১৫ ও অরুণাচলে ১০ জন মারা গেছে। বেশ কয়েকটি গ্রাম ভূমিধসে চাপা পড়েছে এবং একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। খারাপ আবহাওয়া দুই দেশের উদ্ধার কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে। এদিকে তিনদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চীনের দক্ষিণ-পূর্বাচলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে হাজারো ঘরবাড়ি। গতকাল স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। বৃষ্টিপাতের কারণে ইয়ংজি নদীর পানি বেড়েছে এবং তলিয়ে গেছে আশপাশের জনপদ।  বিবিসি

সর্বশেষ খবর