মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ

সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ

সম্প্রতি শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ স্থাপনের কাজ। এর বড় ডিশটিতে ৪৪৫০টি প্যানেল বসানো হয়েছে। এর সর্বশেষ ত্রিভুজাকৃতির প্যানেল রিফ্লেক্টরে তোলা হয়েছে। এর আকার ৩০টি ফুটবল মাঠের সমান বলে জানিয়েছে আইএএনএস। এটি বসাতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। চীনের গুইঝু প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কার্স্ট ভ্যালিতে প্রায় ৩০০ লোক এ স্থাপনা কার্যক্রম দেখেন। চীনা সংবাদ সংস্থার প্রতিবেদনে এ স্থাপনাকে সেপ্টেম্বরে করতে যাওয়া টেলিস্কোপটির পরিকল্পিত কার্যক্রমের জন্য মাইলফলক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর