রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এবার পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

পানির নিচ থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ওই পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলে আগাম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সিদ্ধান্তের এক দিন পর উত্তর কোরিয়া এমন পদক্ষেপ নিল। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উেক্ষপণ দৃশ্যত সফল মনে হলেও প্রাথমিক পর্যায়েই এটি ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর সিনপোর কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এএফপি

সর্বশেষ খবর