Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ জুলাই, ২০১৬ ২৩:৫৩
প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট সমর্থকদের সংঘর্ষে নিহত ২৭২
দক্ষিণ সুদান

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অনুগামী বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা ২৭২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন বেসামরিক বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জুবায় প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের অনুগত সেনাদের মধ্যে লড়াই শুরু হয়। শুক্রবারও দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল। শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও গতকাল শহরের জাতিসংঘ ভবনের সামনে ফের দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। জুবা থেকে জাতিসংঘ জানিয়েছে, মর্টার ও ভারি গোলাবর্ষণের কারণে জুবার বাসিন্দরা পালিয়ে যাচ্ছে। ২০১৩ সালে প্রেসিডেন্ট কির ভাইস প্রেসিডেন্ট মাখারকে বরখাস্ত করার পর দিনকা নৃগোষ্ঠীর কির ও নুয়ের গোষ্ঠীর মাখারের অনুগতদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। দুই বছর টানা লড়াই চলার পর গত বছর আগস্টে এক শান্তিচুক্তির মাধ্যমে এর অবসান হয়। কিন্তু শান্তিচুক্তির অন্যতম প্রধান শর্তানুযায়ী দুই নেতার কেউ নিজ বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনতে পারেননি। বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের স্বাধীনতা দিবস ছিল শনিবার। এর আগে শুক্রবার দুই নেতা প্রেসিডেন্ট ভবনে পরস্পরের সঙ্গে মিলিত হন।

এই পাতার আরো খবর
up-arrow