সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রখ্যাত মার্কিন সাংবাদিক শ্যানবার্গ আর নেই

প্রখ্যাত মার্কিন সাংবাদিক শ্যানবার্গ আর নেই

পুলিত্জার পুরস্কারজয়ী মার্কিন সাংবাদিক সিডনি শ্যানবাগ (৮২) আর নেই। তিনি হৃদরোগে মারা গেছেন। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পোকেপসি শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্যানবার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। ’৭০-এর দশকে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন যুদ্ধ নিয়ে প্রতিবেদন করে বিখ্যাত হন সিডনি শ্যানবার্গ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং ১৯৭৪ সালে ভিয়েতনাম যুদ্ধের ওপর প্রতিবেদন করে শ্যানবার্গ দুবার ‘জর্জ পোক’ পুরস্কার জেতেন । আর ১৯৭৫ সালে কম্বোডিয়ায় খেমাররুজ সরকারের গণহত্যার ওপর প্রতিবেদন করে সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিত্জার পান তিনি। খেমাররুজ শাসন নিয়ে তার  অভিজ্ঞতায় নির্মিত হয় অস্কারজয়ী হলিউড চলচ্চিত্র ‘দ্য কিলিং ফিল্ডস’। ১৯৫৯ সালে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায়  যোগ দেন তিনি।

সর্বশেষ খবর